নেত্রকোনার পূর্বধলায় ১৪ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদসহ সেলিম মিয়া (৫৫) ও নাসিমা বেগম (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বুধবার উপজেলার মানিকদি গ্রামের মাদক ব্যবসায়ী খুরশেদ আলমের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত সেলিম মিয়া ওই গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে ও নাসিমা বেগম একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারঁ নেতৃত্বে পুলিশ উপজেলার মানিকদি গ্রামের মাদক সম্রাট খুরশেদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ দুই জনকে আটক করে । এ সময় খুরশেদ আলমের ব্যবহৃদ একটি এ্যপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে।
পূ/শা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন