দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য" এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ‘র ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিমু দাস, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, জেন্ডার প্রমোটর মো.শাহিন মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, কৃষি অফিসার মো. মাহবুবর রহমান, `তথ্য অফিসার জান্নাত আরা পপি প্রমুখ'।
`পরিশেষে নারী বিষয়ক কবিতাপাঠ ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন