পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।  এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন খান বকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, পূর্বধলা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। 

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ‘অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সবুজ’।

কোন মন্তব্য নেই: