মদনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

মদনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মোতাহার আলম চৌধুরী, মদন (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পৃষ্টে মোশাররফ হোসেন (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার সন্ধ্যায় উপজেলার সিংহের বাজারে দোকান ঘরে মালামাল গুছাতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান ।  তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাহড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। 


এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে মাঘনা গ্রামের ফৌজদার মিয়ার নিকট থেকে মনোহারী ব্যবসা করার জন্য সিংহের বাজারে দোকানটি ভাড়া নেয় মোশাররফ হোসেন । সোমবার সন্ধ্যায় নতুন দোকানের মালামাল গুছাতে গিয়ে ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। 


মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, সোমবার সন্ধ্যায় সিংহের বাজারে মোশাররফ হোসেন নামের একজন ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

কোন মন্তব্য নেই: