তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা): “আমার বই - আমার অহংকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন পরিচালিত অনাথ আশ্রমের শিশুদের বই বিতরণের মধ্যদিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে আশ্রম চত্বরে অনাথ শিক্ষার্থীদের বই বিতরণে অন্যদের মধ্যে পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ এর সদস্য কবি নাজমুল হুদা সারোয়ার, কবি সকাল রায়, পথ পাঠাগার এর যুগ্নসম্পাদক সাংবাদিক রাজেশ গৌড়, অনাথ আশ্রমের পুরোহিতগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বই বিতরণ কালে বক্তারা বলেন, শিক্ষা নিয়ে বর্তমান সরকারের অবদান অনস্বীকার্য। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার নির্মানে বর্তমান সরকার বদ্ধ পরিকর। শিক্ষার্থীদের মেধা বিকাশে পুঁথিগত বিদ্যা অর্জনের কোন বিকল্প নাই। ‘জাতী ও মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানানো হয়’।