কুমিল্লায় বন্দুকযুদ্ধে মো. রাজু নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত ব্যক্তি সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত রাজু (৩৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।র্যাব-১১ সূত্রে জানা গেছে, শনিবার রাতে র্যাব সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালাতে গোলাবাড়ি যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করা হয়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, রাজু নামে এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখে গেছে র্যাব।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, `গোলাবাড়ি সীমান্তে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যা মামলার আসামি রাজু নিহত হয়েছেন বলে শুনেছি।'
প্রসঙ্গত, `গত বুধবার (১৩ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় মাদক কারবারিরা।' স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। `সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন বৃহস্পতিবার মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।'
from Sarabangla | https://ift.tt/06P9WGZ via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন