মোতাহার আলম চৌধুরী, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মটরযান কর্মচারী ইউনিয়নের মদন উপজেলা শাখার কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার দুপুরে নেত্রকোনা মদন প্রেসকাবের সামনে মটরযান কর্মচারী ইউনিয়নের একাংশের নেতারা এ কর্মসূচি পালন করে।
সাংগঠনিক নীতি অমান্য করে মটরযান শ্রমিক ইউনিয়ন সদস্যদের মতামত না জানিয়ে রাতের আধাঁদের কমিটি করায় একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মটর যান কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ নূরুল গণি গোলাপ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মজিদুল আলম সিদ্দিকী,সাবেক সাংগঠনিক সম্পাদক রুকেস,সাবেক কার্যকরী সভাপতি বকুল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মা আলম,সাবেক সহসাংগঠনিক সৈয়দ ইবনে তারেক, শ্রমিক নেতা খুসু, রফিকুল ইসলাম ছাদেক, মোঃ সোহেল, বাচ্চু মিয়া,মোঃ ইউসুফ, `কবির মিয়া প্রমূখ।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন