পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বছির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এসময় বছির উদ্দিনের স্ত্রী নাসিমা খাতুন (৪৫), ও বোন রাহিমাসহ ৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খলিশাপুর ইউনিয়নের কুড়পার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বছির উদ্দিন ওই এলাকার মৃত হশর আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, বছির উদ্দিনের সাথে একই গ্রামের নিহত আব্বাস আলীর ছেলে চান শেখ, মৌজা শেখ ও লালমিয়া শেখের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে বছির উদ্দিনের বাড়ির পাশে দুইপক্ষের কথাকাটাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বছির উদ্দিনের লোকজনের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ‘এ সময় তাদের লাঠির আঘাতে বছির উদ্দিন গুরুতর আহত হয়।,
স্থানীয়রা বছির উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও অন্যরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‘তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।,
একটি মন্তব্য পোস্ট করুন