{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

আকাশে ওড়ার পর নেপালের বিমান নিখোঁজ

ঢাকা: আকাশে ওড়ার কিছুক্ষণ পর ২২ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এয়ার কন্ট্রোল অফিসের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে— বিমানটির ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। এছাড়া বিমানটিতে ৩ জন ক্রুও ছিলেন। জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেছেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এরপরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’ The post আকাশে ওড়ার পর নেপালের বিমান নিখোঁজ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SRFQxS

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন