নেপালে বিধ্বস্ত বিমান থেকে ১৪ মরদেহ উদ্ধার
উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া নেপালি বিমান রাডার থেকে হারিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর লামাপাঠি হিমাল এলাকার লামচা নদীর পাশে বিধ্বস্ত অবস্থায় সন্ধান পাওয়া যায়। বিধ্বস্ত ওই বিমান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন ত্রিভুবন এয়ারপোর্টের মুখপাত্র টেক রাজ সিতাওলা। এদিকে, বেসরকারিভাবে পরিচালিত ওই বিমানে মোট ২২ আরোহী ছিলেন। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এর আগে, নেপালের বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইন্সের বিমানটি রোববার (২৯ মে) পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। উড্ডয়নের ১৫ মিনিট পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এয়ার কন্ট্রোল অফিসের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিলেন। এর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। The post নেপালে বিধ্বস্ত বিমান থেকে ১৪ মরদেহ উদ্ধার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SRHlyc
http://dlvr.it/SRHlyc
একটি মন্তব্য পোস্ট করুন