নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৭ জন। বিনামূল্যে খাবারের জন্য গির্জাটিতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার ভোরে গির্জায় শত শত মানুষ খাবার নিতে আসেন। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসময় একটি গেট ভেঙে যায়। এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি শপ ফর ফ্রি অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার থেকে সারিতে দাঁড়িয়ে ছিলেন। The post খাবারের জন্য গির্জায়, পদদলিত হয়ে ৩১ মৃত্যু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SRDWG9
রবিবার, ২৯ মে, ২০২২

Home
Unlabelled
খাবারের জন্য গির্জায়, পদদলিত হয়ে ৩১ মৃত্যু
খাবারের জন্য গির্জায়, পদদলিত হয়ে ৩১ মৃত্যু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন