মোহনগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ত্রান বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ২৭ জুন, ২০২২

মোহনগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ত্রান বিতরণ

এসএম, সারোয়ার খোকন : বাংলাদেশ সেনাবাহিনী আজ সোমবার (২৭জুন) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের ঘোড়াউৎরা গ্রাম, পুটিউগা, শেওড়াতলীও কুড়ের পাড় গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে সেনা পানি, শুকনো খাবার ও চিকিৎসা সেবা প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিজিএমএস মেজর জেনারেল মাহবুবুর রহমান,এসইউপি এমএমইডি,এমসিপিএস,ডিপিএইচ। ১৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী,বিএসপি (বার) এনডিসি পিএসসি, সদর দপ্তর ৭৭পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান এএফডবিউসি, পিএসসি, অধিনায়ক ৮ ইস্ট বেঙ্গল টাস্কফোর্স কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি, ওসি মোহাম্মদ রাশেদুল হাসান প্রমুখ।,

মোহনগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুজ সাকিব জানান, হাওর জনপদের দূর্গত মানুষের মাঝে মাঝে ১০৭প্যাকেট শুকনো খাবার, ২০০শ বোতল সেনা পানি, ৩’শ ৮০জনকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ,

কোন মন্তব্য নেই: