পূর্বধলায় ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও সেলাই মেশিনসহ অনুদানের চেক বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ২৯ জুন, ২০২২

পূর্বধলায় ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও সেলাই মেশিনসহ অনুদানের চেক বিতরণ

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনা: 

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার দুপুরে  ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, সিলিং ফ্যান ও ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

জেলা পরিষদ অডিটোরিয়াম পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। ,

অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, পূর্ধলা জগৎ মনি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, ধারা দাখিল মাদরাসার সুপার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।, 

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)  শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, হত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও দুস্থ অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন। ,


কোন মন্তব্য নেই: