ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দি অবস্থায় মিম (১৪) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) বিকালে পুলিশ ওই লাশ উদ্ধার করে। মিম উপজেলার কাংশাই উনিয়নের বাকাকুড়া গ্রামের মমিন মিয়ার কন্যা ও বাকাকুড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ ও মিমের পারিবারিক সুত্রে জানা গেছে, মিম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। বাড়িতে কাউকে কিছু নাবলেই মাঝে মধ্যে আশপাশের আত্মীয় স্বজনের বাড়িতে চলে যেতো। গত ২২ জুলাই শুক্রবার থেকে মিম নিখোঁজ হয়। বহু খুঁজা খুঁজি করেও কোন সন্ধান মেলেনি। আজ ২৪ জুলাই বাকাকুড়া গ্রামের আবু সাইদ মিয়ার বাড়ির সামনে পুকুরে বস্তাবন্দি একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।,
পরে থানা পুলিশ বিকাল ৩ টার দিকে লাশ উদ্ধার করে। মিমের পরিবারের লোকজন লাশ দেখে সনাক্ত করে।খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী র্সাকেল) আফরোজা নাজনীন ঘটনা স্থল পরির্দশন করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। থানার এসআই মোঃ আব্দর রাজ্জাক বলেন, মিমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ঘটনার বলেন এব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন