এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থান থেকে সুচিলা হাজং (৫৫) নামের এক আদিবাসী নারী ও মালেক মিয়া (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ শনিবার সকালে দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুরে জমে থাকা গর্তের পানি থেকে ও ছনগড়া খাল থেকে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুচিলা হাজং দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের জ্ঞানেন্দ্র হাজংয়ের স্ত্রী ও মালেক মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।,
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুচিলা হাজং গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা শনিবার সকালে ছনগড়া খালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।,
অপরদিকে ইন্দ্রপুর গ্রামের মালেক মিয়া শুক্রবার দুপুরে গরু আনতে গিয়ে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ার এক পর্যায়ে স্থানীয়রা আজ শনিবার সকালে ইন্দ্রপুর এলাকায় জমে থাকা গর্তের পানিতে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ।,
দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিরিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে জানান, নিহতদের মধ্যে কেউই সাঁতার জানতো না।; সুরতহাল রিপোর্ট তৈরী করার পর ময়না তদন্ত ছাড়াই স্বজনদের নিকট দুটি মরদেহই হস্তান্তর করা হয়েছে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন