মোহনগঞ্জে আমান গ্রুপের উদ্যোগে ত্রান বিতরণ
এস,এম,সারোয়ার খোকন : নেত্রকোনার মোহনগঞ্জে আজ সোমবার ( ৪জুলাই) দুপুরে আমান গ্রুপের উদ্যোগে বন্যাকবলিত ৪শ’ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পৌরসভা কমিউনিটি সেন্টারে ত্রাণ কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি।এ সময় আমান সিমেন্ট মিলস লিমিটেড’র উপ-মহা ব্যবস্থাপক এডমিন এইচ আর এন্ড রিকোভারী মোঃ নাদিরুজ্জামান, সহকারী মহা ব্যবস্থাপক সেলস এন্ড মার্কেটিং গোলাম কাওছার, আমান ফিড লিমিটেডের জৈষ্ঠ সহকারী মহা ব্যবস্থাপক সেলস এন্ড মার্কেটিং ডা. মোহাম্মদ আলী, আমান গ্রুপের আরও উর্ধ্বতন কর্মকর্তা ও আমান সিমেন্ট ও ফিডের ডিলারগন উপস্থিত ছিলেন। ‘আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসকাবের সভাপতি এসএম, সারোয়ার খোকন, সাধারণ সম্পদক হাফিজুর রহমান চয়ন প্রমুখ।’
একটি মন্তব্য পোস্ট করুন