নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮ টার দিকে কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।,
মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/STJW8B
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন