পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

পটুয়াখালী: বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। 
 নিহতরা হলেন- বাউফলের কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মৃধার ছেলে মো. ইলিয়াস হোসেন বাবলু (৪৫)। জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা করেন এলমাস ও ইলিয়াস।,

\
 পথে আরেকটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।,


   পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বিকেলে উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক দ্রুতগতিতে অতিক্রম কালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।,


 নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।,



 The post appeared first on Sarabangla http://dlvr.it/SXM8Bw

কোন মন্তব্য নেই: