{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও: সদর উপজেলার মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে ২ স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই স্কুলের দুই ছাত্রীকে শারিরীক শাস্তি দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী পরিবার। 
অভিযোগে জানা যায়, গত বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টায় মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ‌্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইয়াসমিন (১৪) এবং সপ্তম শ্রেণির ছাত্রী আরফিনা (১২) শারিরীক অসুস্থতার কারণে বিদ্যালয়ের পিটি’তে অংশ নিতে পারেনি। সে সময় তারা ক্লাস রুমেই বসে ছিল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ছাত্রীদের গাছের কাঁচা ডাল দিয়ে পিটাতে শুরু করেন। 


এতে ওই দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইয়াসমিনকে তার পরিবার গ্রাম‌ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেন এবং আরফিনাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘আসাদুজ্জামান দুলাল স‌্যার গাছের ডাল দিয়ে মেরেছিলেন। আমরা বিষয়টি কাউকে জানাইনি। তিনি প্রায় শিক্ষার্থীদের ওপর এ ধরনের নির্যাতন চালান।’


এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালকে ফোন করা হলে তিনি বলেন, ‘আপনি স্কুলে আসেন, তার পরে কথা হবে।’ স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানবিন্দু রায় বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। আমার কাছে দুই পরিবারের অবিভাবক এসেছিলেন। আমিও তাদের দেখতে গিয়েছিলাম। তবে শিক্ষক যে কাজটি করেছে তিনি অপরাধ করেছেন।’ 


ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদ আলী বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। আমি সবেমাত্র যোগদান করেছি। গত তিন প্রশিক্ষণে ছিলাম। বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



The post appeared first on Sarabangla http://dlvr.it/SXLB94

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন