পূর্বধলায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

পূর্বধলায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :


নেত্রকোনার পূর্বধলায় শ্বশুরের বাড়ি থেকে সাইকুল ইসলাম (৪৪) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তাইজ উদ্দিনের বাড়ির পাশে একটি মেহগনী গাছ থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইকুল ইসলাম পূর্বধলা সদর ইউনিয়নের লাঠুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।,


স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইকুল ইসলাম গত ১৭/১৮ বছর আগে নয়াপাড়া গ্রামের তাইজ উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর বেশ কয়েক বছর তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে চললেও হঠাৎ একদিন স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে সাইকুল দিনমজুরির কাজে সিলেটে চলে যান। সেখানে তিনি আরেকটি বিয়ে করেন। এ অবস্থায় প্রথম স্ত্রীর সাথে তার যোগাযোগ অনেকটান কমে যায়। ইতোমধ্যেই তার প্রথম স্ত্রী জানতে পারেন তার স্বামী ময়মনসিংহে আরেকটি বিয়ে করেছেন।,


গত দ্ইু মাস আগে সাইকুলের প্রথম স্ত্রী ময়মনসিংহে লোক পাঠিয়ে কৌশলে সাইকুলকে পূর্বধলায় তার বাবার বাড়িতে নিয়ে আসলে সাইকুল সেখানে রিকশা চালিয়ে উপার্জন করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভালই চলছিলেন।,


শনিবার সকালে শ্বশুর বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে একটি মেহগনী গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়।,


পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।,





কোন মন্তব্য নেই: