শোকাবহ আগষ্ট ও পৃথিবীর নিকৃষ্টতম ইনডেমনিটি অধ্যাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
পূর্বকন্ঠ ডেস্ক: জাতীয় শোকদিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে "শোকাবহ আগষ্ট ও পৃথিবীর নিকৃষ্টতম ইনডেমনিটি অধ্যাদেশ" বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।,
উক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহন অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। শিক্ষার্থী/শিক্ষক ছাড়াও অনুষ্ঠানে যোগ দেয় জনপ্রতিনিধি,চাকুরজীবি,শিক্ষক,সাংবাদিক, সাহিত্যিক,ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিত্বগন। ,
অনুষ্টানে বক্তাগন ১৫ই আগষ্ট সংগঠিত হত্যাকান্ড---ইনডেমনিটি অধ্যাদেশ জারি--বঙ্গবন্ধু হত্যার বিচার বিলম্বিত করন-একই চক্রের দ্বারা সংঘটিত হয়েছে বলে প্রমান করেছেন এবং তাদের প্রতি ঘৃনা প্রদর্শনের আহ্বান জানান।,
কালো কাপড়ে ঘেরা মঞ্চের মাঝখানে বঙ্গবন্ধুর রক্তাক্ত ছবি অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।মঞ্চের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল-- ডানপার্শ্বে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের একটি প্রতীকি মাইক স্যান্ড স্থাপন -বামপার্শ্বে বক্তাগনের বক্তৃতা দেওয়ার জন্য একটি মাইক স্যান্ড স্হাপন--সেখানে দাড়িয়ে বক্তাগন বক্তৃতা করবেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকলেও মঞ্চে এবং সভার কোন প্রধান অথবা বিশেষ অতিথির ব্যবস্হা রাখা হয়নি।,
কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারোল হক রতন স্যার বলেন,--এই অনুষ্টানের মাধ্যমে আমরা একটি নতুন মাত্রা যোগের চেষ্টা করলাম --আশাকরি সকল প্রতিষ্টানেই এরকম আয়োজন অব্যাহত থাকবে।আমন্ত্রিত অতিথিগণ এই মতটি সমর্থন করে উপজেলার সকল প্রতিষ্টানে এরকম অনুষ্ঠানের ব্যবস্হা করার উপর জোর দেন।
অনুষ্ঠানের আহ্বায়ক, ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক বাবুল স্যার জানান,এটি স্নাতক শ্রনীর পাঠ্যসুচীর অন্তর্ভুক্ত একটি বিষয়--নতুন প্রজন্মকে এগুলো জানানো খুবই জরুরি।,
তবে অনুষ্ঠানটি করতে যেয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছি--দু/একজন শিক্ষক অনুষ্ঠানটি ভন্ডুল করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে -- অনুষ্ঠান সফল হয়েছে - এটিই প্রতিষ্টানের সফলতা।অনুষ্ঠান শেষে ইতিহাস বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মোঃ এমদাদুল হক বাবুল স্যার প্রায় একশত স্নাতক শ্রেনীর ১ম বর্ষের ছাত্র/ছাত্রীকে ইনডেমনিটি অধ্যাদেশের উপর পরীক্ষা গ্রহনের ব্যবস্হা করেন--যা পরবর্তীতে ইনকোর্স পরীক্ষা হিসাবে মূল্যায়িত হবে।,
একটি মন্তব্য পোস্ট করুন