পূর্বধলায় বিদেশী মদসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পূর্বধলায় বিদেশী মদসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা ) সংবাদদাতা:


নেত্রকোনার পূর্বধলায় ৭ বোতল বিদেশীমদসহ বিকাশ সরকার (২২), হাসান মাহমুদ হিরণ (৩২), নয়ন রায় (২৫) ও ভজন চন্দ্র সরকার (২২) নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।,

গত রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে পূর্বধলা-নেত্রকোনা সড়কের উপজেলা সদরের ইলাশপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।,


আটককৃত নয়ন রায় ও ভজন চন্দ্র সরকারের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ও পিটুয়া এলাকায়। অপর দুইজনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া গ্রামে।,


পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনূল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশীমদসহ তাদেরকে আটক করা হয়।,


আজ সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।,


কোন মন্তব্য নেই: