{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাজল তালুকদার,কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের ভাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে।,

নিহত মুস্তাকিন ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে রোববার বিকেলে দুই বোনের সাথে খেলা করছিল মুস্তাকিম। তাদের অজান্তে সন্ধ্যায় বাড়ির পাশে বাবুখলা ছড়ার পানিতে ডুবে যায় মুস্তাকিন।,


স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে ভাসমান অবস্থায় তাকে তুলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল আলম মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল আহাদ খান জানান আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।,


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন