পূর্বধলায় মিনা দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশে শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী পালিত হয়েছে মিনা দিবস ।
"নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" এই স্লোগানে প্রাথমিক শিক্ষা অফিস এ দিবস উদযাপন করে।
এ উপলক্ষ্যে সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বনার্ঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
সভায় উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার।,
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহীন মিয়া,গীতা রানী সরকার, ফাহমিদা ইয়াসমিন , পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল, উত্তর-পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল প্রমুখ।,
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।,
একটি মন্তব্য পোস্ট করুন