বগুড়া: দেরিতে হলেও ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জেলার নন্দীগ্রামের কৃষকদের মাঝে। ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিয়ে আমন ধানের চাষাবাদ শুরু করে কৃষকরা। বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে আমন ধানের ক্ষেত। অপরদিকে শরতের এই ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে পরেছিল উপজেলার শাকসবজি চাষিরা। বৃষ্টির কারণে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, টমেটো ও কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে যাবার উপক্রম হয়।,
এতে আমন ধান চাষে ব্যয় বেড়েছে। তবে গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় এখন আমন ধানের ক্ষেত দেখে আমাদের মন ভরে উঠেছে।’ উপজেলার বাদলাশন গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, ‘বাড়তি লাভের আশায় প্রতি বছর আগাম জাতের শাকসবজি চাষ করে থাকি। এবারও আড়াই বিঘা জমিতে ফুলকপি ও চার বিঘা জমিতে কাঁচা মরিচের চাষ করেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, ‘বৃষ্টির কারণে আমন ধান অনেক ভালো হবে।,
কৃষি অফিস হতে শাকসবজি চাষিদের জমি থেকে বৃষ্টির পানি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ প্রদান করা হয়। যে কারণে শাকসবজির ক্ষেত সতেজ হয়ে উঠেছে।’
The post appeared first on Sarabangla http://dlvr.it/SZ3X74
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন