পূর্বধলায় বাবলু শাহ্ পাগলের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

পূর্বধলায় বাবলু শাহ্ পাগলের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা:


নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা পাগল বাড়ির টিপু শাহ্ পাগলের শেষ বংশধর সুলতান গাজি বাবলু শাহ্ পাগলের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খানি, জিকির আসকার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।,

আজ রবিবার বাদ জহুর মাজার প্রাঙ্গনে এসব কর্মসূচি পালিত হয়।,


আলোচনা সভায় সুলতান গাজি বাবলুশাহ্ পাগলের জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন, তাঁর পুত্র বর্তমান গদিনিশীন পীর শাহজাহান শাহ্ প্রিন্স। পরে মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।,

কোন মন্তব্য নেই: