{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পানিতে ডুবে আবরান গালিব আয়ান (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সাল’র ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার পৌঁনে ১২ দিকে শিশুটি খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। 


পরে বাড়ির লোকজন খোজা খুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন