{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি:


বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে আরমান আলী ওরফে আবু বকর (১৫) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।,

তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাট্টা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।,


আজ (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কংস নদের গুদারা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।,


নিহত আরমান আলী ওরফে আবু বকর ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রামের শাহাবুদ্দিনে’র ছেলে।,


পাট্টা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় আরমান স্কুলে আসার পথে বিদ্যালয় সংলগ্ন কংস নদের গুদারা ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছিল।


এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।,



একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন