পূর্বধলা থানায় নতুন ওসির যোগদান
নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ যোগদান করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তিনি দায়িত্ব বোঝে নেন। এদিকেশফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ যোগদান করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তিনি দায়িত্ব বোঝে নেন। এদিকে পূর্বধলা থানার বিদায়ী ওসি তাজুল ইসলাম পিবিআই ঢাকায় যোগদান করেছেন ।
এর আগে রিয়াদ মাহমুদ শেরপুর এসপি অফিসে সংযুক্ত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার পাথৈর গ্রামে।
মোহাম্মদ রিয়াদ মাহমুদ ১৯৭৫ সালে পাথৈর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন। এর পর ২০১২ সালে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদন্নোনতি পেয়ে দেশের বিভিন্ন ইউনিটে চাকরী করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী।
ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন