আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে পূর্বধলায় বিক্ষোভ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও হিন্দু সংগঠনশফিকুল আলম শাহীন : ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা সদরের পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।,
এসময় মিছিলে ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকন সনাতন এক নয় এক নয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দেয়।,
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতা পূর্বধলা শাখার রাশেদুল ইসলাম রাশেদ, রাফিন আহমেদ, ফজলে রাব্বি, শিবির প্রতিনিধি মো. শফিউল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, আব্দুল্লাহ আল হেলালী, সাকিব আব্দুল্লাহ, আশিক মোস্তফা সজীব প্রমুখ।,’
একটি মন্তব্য পোস্ট করুন