গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বরখাস্তের বিষয়টিগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি জানান, প্রধান শিক্ষক বেশকিছুদিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।, তাঁর অনুপস্থিতিতে বিদ্যালয়ের এসএসসি ফরমপূরণসহ গুরুত্বপূর্ণ কাজ বিঘিœত হচ্ছে। সেজন্য তাকে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।,তিনি আরও বলেন, বিজ্ঞ আদালতের আদেশে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক যখন জামিন পাবেন তখন যদি বিভাগীয় বিধি-নিষেধ না থাকে তবে তিনি স্বপদে পুনঃরায় বহাল হবেন।,
জানা যায়, উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে বিস্ফোরক আইনে করা মামলায় গত ১৪ নভেম্বর রাতে পুলিশ গ্রেফতার করে।, গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারের পর শফিকুল ইসলাম শফিককে ১৫নভেম্বর বিজ্ঞ আদালতে সোর্পদ করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ‘বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।,
উপজেলার শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ফকির ছায়েদ আল মামুন শহীদ বাদী হয়ে দায়ের করা মামলা ও ১৩ আগস্ট গৌরীপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা আরেকটি মামলায় শফিকুল ইসলাম শফিক এজাহারভুক্ত আসামী।,
একটি মন্তব্য পোস্ট করুন