পূর্বধলায় হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলার মূল হোতা হৃদয় মিয়া (২৭) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। ...পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলার মূল হোতা হৃদয় মিয়া (২৭) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিদর্শক অনিক দেব এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ র্যাব-১১ ও ময়মনসিংহ র্যাব-১৪ এর যৌথ অভিযানে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হৃদয় মিয়া উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনিয়া গ্রামের আবদুল কদ্দুছের ছেলে। নিহত রফিকুল একই এলাকার শিবপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
মামলার বিররণে জানাযায়, জমি জমা সংক্রান্ত বিরোধে জেরধরে গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বিকালে উপজেলার মেঘশিমূল পশ্চিমপাড়া এলাকায় বিবাদী হৃদয় মিয়াসহ অন্যান্য বিবাদীরা রফিকুল ইসলামের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হাত-পা ভেঙ্গে দেয়।
স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রফিকুল মারাযায়।
পরে নিহতের ভাই আবদুল সাত্তার বাদী হয়ে শিবপুর গ্রামের দুলাল মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ মামলায় হৃদয় মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় মিয়াকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন