মেলান্দহে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ
জামালপুরের মেলান্দহে দু:স্থ্য-প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। .........মো. শাহ জামাল, জামালপুর (মেলান্দহ) সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে দু:স্থ্য-প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উদনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা এটিএম জিয়াউল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণের শুভ উদ্ধোধন করেন।,প্রায় দেড় শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- প্রোগ্রাম অফিসার হুমায়ুন কবির, আনোয়ার হাসান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, রফিকুল ইসলাম মাস্টার, স্বেচ্ছাসেবক টিমের তাহমিদ, তিনা, তাহমিন খান, নুরু, জাহিদ, রিফাত, লিখন, কামরুল এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি বিপুল মিয়া ও আকরাম হোসেন প্রমুখ।,
একটি মন্তব্য পোস্ট করুন