{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে শহর আলী (৯২) নামের এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের মৃত জসমত আলীর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে শহর আলী (৯২) নামের এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের মৃত জসমত আলীর ছেলে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শহর আলী তার নিজ বাসভবন বীর নিবাসের বারান্দার একটি লোহার এঙ্গেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত এক সপ্তাহের ব্যবধানে শহর আলীর ছোট ভাই আব্দুল মজিদ (৮৫) ও অপর এক চাচাতো ভাই বাছির উদ্দিন (৫৮) স্বাভাবিকভাবে মৃত্যবরণ করেন। এই মৃত্যু শোক সইতে না পেরে বৃদ্ধ শহর আলী সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের কন্যা রোজিনা বলেন, তারা এক ভাই, এক বোন ও মা-বাবা নিয়েই ছিল সংসার। অনেক আগেই তার বড় ভাই দুলাল মিয়া স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় চলে যান। তারও বিয়ে হয়ে যায় তাদের বাড়ির পাশেই আব্দুল মতিন বকুল নামে এক ছেলের সাথে। 

বাড়িতে সরকারিভাবে নির্মিত বীর নিবাসেই থাকতেন তার মা-বাবা। মাঝে মধ্যে তিনি তার মা-বাবাকে দেখাশুনা করতেন।

গত সপ্তাহে তার ভাই বাড়িতে আসেন। আজ সকালে তার ভাই চলে যায় স্থানীয় বাজারে। মা চলে যায় বাবার জন্য ঔষদ আনতে । দুপুরে রোজিনা তার স্বামীর বাড়ি থেকে বাবার জন্য ভাত নিয়ে এসে দেখেন তার বাবা ফাঁসিতে ঝুলছে।

নিহতের ছেলে দুলাল মিয়া বলেন, তার চাচা মরার পর থেকেই তার বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। হয়ত তিনি এই শোক সইতে পারেননি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক রিজওয়ানা কবীর বলেন, সোমবার বেলা ১১টায় নিহতে লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন