পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী পূর্বধলা আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জয়নাল আবেদীন, আটপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু ইউসুফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সহ- সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, ধারা মাদরাসার সুপার মাও: হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু হুজাইফা প্রমুখ। অনুষ্ঠানে পূর্বধলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।,
এই পোস্টটি শেয়ার করুন

