পূর্বধলায় বিএনপি নেতা শহিদুল্লাহ্ ইমরানের উদ্যোগে ইফতার মাহফিল
নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান এর উদ্যপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা সদরের স্টেশন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-জাতির নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ১৬১ নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহিদুল্লাহ্ ইমরান।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাসুম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আজিজ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা জগৎ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী মামুন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, সহকারী শিক্ষক মেজবা উদ্দিন আহাম্মদ রুমি, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ডানো, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, বিএনপি নেতা গুলজার আহমদ খান প্রমুখ।,
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।,
একটি মন্তব্য পোস্ট করুন