পূর্বধলায় মাজহারুল ইসলাম সোহেলের মায়ের দাফন সম্পন্ন
পূর্বকন্ঠ ডেস্ক: রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল এর মা হালিমা খাতুন’র জানাযার নামাজ আজ শনিবার রাত ৯টায় নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের (গনি মার্কেটে) সম্পন্ন হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে তিনি শনিবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি......রাজিউন)। তিনি উপজেলার জুগলী গ্রামের মরহুম ইচহাক ফকিরের স্ত্রী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত লিভারের সমস্যায় ভুগছিলেন। তিনি ৬ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই পোস্টটি শেয়ার করুন

