পূর্বধলায় ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে শহীদুল্লাহ জয় (১৮) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. রহিম মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শহীদুল্লাহ জয় শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে সবার অজান্তে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জয় শুক্রবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে নিজ ঘর (বীর নিবাসে) ঘুমাতে যায়। পরদিন সকালে সকালে তার মা জানালার ফাঁক দিয়ে দেখেন ছেলে ফাঁসিতে ঝুলছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাযায়নি।
এই পোস্টটি শেয়ার করুন

