{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩

নেত্রকোণার পূর্বধলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তিন এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে এক কৃষক ও তার তিন ছেলে । সড়কে ধানের আটি (মুইট) রেখ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তিন এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে এক কৃষক ও তার তিন ছেলে । সড়কে ধানের আটি (মুইট) রেখে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে আজ রোববার (২৭ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কাজলা-লাউখাই সড়কের চল্লিশা বৈরাটি নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- উপজেলার নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তর কাজলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. শাহীন মিয়া (১৭), একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (১৬) ও কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দক্ষিণ কাজলা গ্রামের কাজল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৬)।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই তিন শিক্ষার্থী নিজ নিজ বাড়ি থেকে একটি অটোরিকশাযোগে উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ এসএসসি পরীক্ষার ভ্যানো কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। 

পথে কাজলা-লাউখাই সড়কের চল্লিশা বৈরাটি নামক স্থানে ধানের আটি (মুইট) রেখে সড়ক অবরোধ করে রাখেন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের চল্লিশা বৈরাটি গ্রামের সোবাহান মিয়া (৬৫) ও তার তিন ছেলে জুয়েল মিয়া (২২), যোবায়ের (২০) এবং সোহেল মিয়া (১৭)। এতে অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটায় অটোরিকশা চালক মোফাজ্জল ওই কৃষকদেরকে রাস্তা থেকে ধানের মুইট সরাতে বলেন। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সোবহান ও তার ছেলেরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং ধান কাটার কাঁচি দিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছ উদ্দিন জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক  আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুবকর সিদ্দিক বলেন- খবর পেয়ে তাৎক্ষণিক ভ্যানো কেন্দ্র শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছি। আহতের চিকিৎসায় কেন্দ্রে মেডিকেল টিম ছিল। আহত অবস্থায় তারা পরীক্ষা দিয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির জানান, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন