দুর্গাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের শিক্ষক সমিতির চত্বরে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে ঝাঞ্জাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুল কাদেরকে সভাপতি, মাঝিয়াইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশতাক আহমেদকে সাধারণ সম্পাদক ও নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষ্ণেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আহম্মদ খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি, শিক্ষক মো. সাইফুল্লাহ, দুলাল চক্রবত্তী, সোহরাব হোসেন খান, মো. আজহারুল ইসলাম, আমিনুর রহমান তালুকদার, মো. শামছুল হক, মো. খলিলুর রহমান প্রমুখ।
উপস্থিত শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর এই কমিটি গঠন হওয়ায় দুর্গাপুরে শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। এই কমিটি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা এবং নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সকলকে নিয়ে এক সাথে কাজ করবেন বলে মতামত ব্যাক্ত করেন নব-নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

