এই মাত্র পাওয়া

LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

পূর্বধলায় বৃদ্ধা স্ত্রীকে খুনের অভিযোগে ৮২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বৃদ্ধা স্ত্রীকে খুনের অভিযোগে আব্দুল হামিদ নামের ৮২ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হামিদ ওই গ্রামের মৃত সদর আলীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার বিকালে হামিদের নিজ বসতঘর থেকে তার স্ত্রী জমিলা খাতুন (৬৫) এর লাশ উদ্ধার করে উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ দম্পতির  দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দেওয়ার পর তার জামাল (৪৮) ও কামাল (৪৫) নামের দুই ছেলেই কাজের সন্ধানে ঢাকায় চলে যায়। বাড়িতে থাকতেন তাদের বৃদ্ধ বাবা-মা। ছেলেরা তাদের তেমন খোঁজ খবর রাখতেন না। তারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আর এই ঝগড়াই কাল হয়ে দাঁড়াল।   

পুলিশ জানায়, খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে হামিদের নিজ বসতঘর থেকে তার স্ত্রী জমিলা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন-চার্জ) মো. রহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই খোরশেদ মিয়া বাদী হয়ে তার দুলাভাই আব্দুল হামিদের নামসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। প্রধান আসামী আব্দুল হামিদকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও