পূর্বধলায় গৃহবধুর লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় মাহফুজা আক্তার মনিকা (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা (পশ্চিমপাড়া) গ্রপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মাহফুজা আক্তার মনিকা (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা (পশ্চিমপাড়া) গ্রামের ছিদ্দিক সরকারের ছেলে সুমন সরকার বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনিকা ওই গ্রামের সুমন সরকারের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, গত বছর দেড়েক আগে সুমন ময়মনসিংহের ভালুকায় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী একটি টেক্সটাইল কারখানায় চাকরীর সুবাধে ওই এলাকাতেই থাকতেন। গত ১৪ এপ্রিল ভালুকায় একটি ক্লিনিকে মাহফুজা আক্তার মনিকার সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। পরে ১৯ এপ্রিল মনিকার স্বামী তার স্ত্রী সন্তানসহ উপজেলার বারহা গ্রামে নিজ বাড়িতে চলে আসেন। সেখানে স্ত্রীকে রেখে ওই দিনই তিনি ভালুকায় তার কর্মস্থলে চলে যান।সুমনের চাচাতো ভাই লিটন মিয়া ও স্থানীয় মেম্বার আব্দুল মজিদ জানান, বাড়িতে সুমনের স্ত্রীর সাথে তার শ্বাশুড়ি ও ননদ স্বর্ণা এক রুমে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে সুমনের মা কবিতা বেগম ঘুম থেকে জেগে দেখতে পান তার পুত্রবধু মনিকা ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, বাড়ির লোকজন গৃহবধুকে বাঁচানোর চেষ্টায় পুলিশ পৌঁছার আগেই লাশ নামিয়ে ফেলেছিল।
এ ঘটনায় নিহতের শাশুড়ি কবিতা বেগম ও ননদ স্বর্ণাকে জিজ্ঞাসাবাধের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাযায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন