{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

দুর্গাপুরে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ এক নারী আটক

নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ সোনিয়া (৩৭) নামের এক নারী চোরাকারবারীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। রোববার রাতে পৌরশহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ সোনিয়া (৩৭) নামের এক নারী চোরাকারবারীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। রোববার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোনিয়া ওই এলাকার  রেজাউল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, পৌরশহরের সাধুপাড়া এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি অটো রিকশা থেকে ৫টি বড় ব্যাগ ভর্তি ভারতীয় ডাব সাবান ১শ’ পিস, হেয়ার ওয়েল ৪৫ পিচ, ঝান্ডুবাম ৪০ পিস, টেলকম পাউডার ৮শ’ পিস ও অলিভ ওয়েল ৯০ বোতল জব্দ করে। এসময় ওই সামগ্রী পাচারকারী হিসেবে সোনিয়া নামের নারীকে আটক করে। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন- আজ সোমবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন