ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে গৌরীপুরের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিবুল উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের হায়দারুল ইসলামের ছেলে।
শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূরুল ইসলাম ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামগঞ্জ স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া ট্রেনে স্টেশনের আউটার সিগন্যালে কাছে কাটা পড়ে মারা যায় রাকিবুল। ‘সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।,’
একটি মন্তব্য পোস্ট করুন