{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৫

নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূকে (১৮) শ্লীলতাহানির ঘটনায় সন্ধিগ্ধ আসামী হিসেবে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূকে (১৮) শ্লীলতাহানির ঘটনায় সন্ধিগ্ধ আসামী হিসেবে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোহালাকান্দা গ্রামের মৃত সাখাওয়াত  হোসেনের ছেলে রাকিব হাসান শান্ত (২৩) একই গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান নাকীব (২২), জাহাঙ্গীর মিয়া ওরফে রবিনের ছেলে রেদুয়ান আহমেদ শৈশব (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মৃত-হারেছ আলী সরকারের ছেলে ফরহাদ করিম লিংকন (২৯) এবং একই গ্রামের শ্রী মানিক কানুর ছেলে শ্রী গৌরব কানু (২২)।,

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম। তিনি জানান এ ঘটনায়  ভিকটিমের বাবা বাদী হয়ে সালমান রহমান পল্লবকে প্রধান আসামী করে  ৮ জনের নামসহ ও অজ্ঞাত নামা আরও ১৫/২০ জনকে আসামী করে বুধবার রাতে পূর্বধলা থানায় মামলা করেছেন। মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘প্রধান আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান।,

মামলার বিবরণে জানাযায়, ওই গৃহবধূর বাবার বাড়ি পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে। তার মামা রাজধানীতে অ্যাম্বুলেন্স চালান। গত মঙ্গলবার বিকেলে তার মামা সেখান থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে নেত্রকোনায়  আসেন। পরে রোগীকে নির্দিষ্ট স্থানে রেখে তিনি গ্রামের বাড়ি থেকে রাতে তার ভাগ্নিকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাজধানীতে ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জালশুকা কুমুদগঞ্জ (মাঝি পাড়া) নামক স্থানে পৌঁছালে সালমান রহমান পল্লবের নেতৃত্বে ২০/২৫ জন যুবক তাদের থামান। এ সময় তারা ওই নারীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে শ্লীলতাহানি করেন ও তার কানের দুল ছিনিয়ে নেন। এ সময় অ্যাম্বুলেন্স চালক বাধা দিলে তাকে মারধর করে ওই নারীকে রাস্তার পাশে একটি গলির মাঝে নিয়ে প্রায় দুই ঘন্টা আটকে রাখে । ‘খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।,

এর আগে এ  ঘটনায় ছাত্রদল নেতা মো. সালমান রহমান পল্লবসহ জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বুধবার (৭ মে) রাত ৮টা দিকে পূর্বধলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী।

তার আগে বুধবার দুপুর ৩টা দিকে ওই নারীকে শ্লাতাহানির অভিযোগে নেতা সালমান রহমান পল্লবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেন মাদানী।  সেখানে তিনি লিখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ-বলার মতো কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে, কিন্তু বাস্তবতা ত এড়িয়ে যাওয়া যাবে না! আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেটকার চালক, আর মেয়েটি পিছনের সিটে শুয়ে ছিল।, মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল মিলে শ্যামগঞ্জ বাজারে রাতে ২০-২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড়থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়। আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি..’

এদিকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় কমিটি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।,’

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন