পূর্বধলায় ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় রেজোয়ান মাসুদ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।....পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রেজোয়ান মাসুদ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
রোববার (২৯ জুন) দুপুরে পূর্বধলা উপজেলা সদরের পল্লী বিদুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসিম মাস্টারের ছেলে।পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত রেজোয়ান মাসুদ পূর্বধলা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দেহভাজন আসামী ছিলেন। ‘মামলাটি থানায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দায়ের করা হয়েছিল।,’
إرسال تعليق