{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা সহ গ্রেপ্তার তিন

নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার খলিশাউড় ইউনিয়নের জাওয়ানী গ্রামের মাওলানা আবুল হোসেনের ছেলে ও  পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ টুটুল (৪৯), উপজেলার সদর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মো. আব্দুর রহিম খানের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাব্বির আহমেদ খান রাজু (৩৫) এবং উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া গ্রামের মো. শাহনেওয়াজ খানের ছেলে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ধর্মবিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া (৩৯)। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলা নম্বর–০১, তারিখ–০১ ডিসেম্বর ২০২৪, ধারা–১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ এবং দণ্ডবিধি ১৪৩/৩২৩/১১৪।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন