{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ খ্রিস্টাব্দ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার দুই

নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মো. মমরুজ খান (৫৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মো. রবিউল ইসলাম ওরফে লিখন তালুকদার (২২) নামের অপর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মো. মমরুজ খান (৫৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মো. রবিউল ইসলাম ওরফে লিখন তালুকদার (২২) নামের অপর এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মমরুজ খান উপজেলার বৌলাম গ্রামের মৃত মফিজ খানের ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

অপরদিকে গ্রেপ্তারকৃত লিখন তালুকদার ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাগলা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে পূর্বধলা উপজেলার দক্ষিণ কাজলা গ্রামে বসবাস করতেন এবং উপজেলার বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/পেনাল কোড,  এবং- মামলা নং-১৮ তারিখ-১৯-০২-২০২৫- ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/১০/১১/১২/১৩/ এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিলেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন