পূর্বধলায় গ্রামীণ ব্যাংক নারান্দিয়া শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।.পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
আজ শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে পূর্বকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন, উপজেলার নারান্দিয়া শাখার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শাখাওয়াত হোসেন তালুকদার। আজ রাতে এ বিষয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হিরণপুর বাজারে অবস্থিত নারান্দিয়া পূর্বধলা শাখায় গ্রামীণ ব্যাংকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।,
ব্যাংক ম্যানেজার শাখাওয়াত হোসেন তালুকদার জানান, দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের একটি জানালার থাই গ্লাসের লক ভেঙে বাঁশের কঞ্চির মাথায় কাপড় জড়িয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনটি জানালার পাশে থাকা একটি কাঠের রেকে লেগে যায়। ‘এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়।,
এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড মো. জহিরুল ইসলাম ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।,
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়েই নেত্রকোণা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। ‘দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।,’
একটি মন্তব্য পোস্ট করুন