{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ‘কেন

পূর্বকন্ঠ ডেস্ক: নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ‘কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।,

প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বেড়েছে। আবার ডলারের চাহিদাও কমেছে। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে কমছে।, এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ‘কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে এই ডলার কিনেছে। , টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, ‘সেটা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারে।,

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে। তিনি বলেন, ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে।,

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি জুলাইয়ের ২ তারিখ ডলারের দাম ১২২ দশমিক ৮৫ টাকায় উঠে যায়। এর পর থেকে ডলারের দাম কমছে। আজ সোমবারও কমেছে ডলারের দাম। ‘এ নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দাম কমেছে।,

দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ১২০ দশমিক ১০ টাকা ও সর্বনিম্ন দাম ১১৯ দশমিক ৫০ টাকা। আজ ডলারের গড় দাম ১১৯ দশমিক ৭২ টাকা।,’

তথ্যসূত্র: প্রথম অলো।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন